কি মোহে ! এক নিরীহ শিক্ষক ,
বিষাক্ত তক্ষকের মুখে করেন আঘাত !
ইংরেজ, যার রাজ্যে সূর্য ডোবে না ,
তাকে কি না চায় করিতে কানা ?


দেশপ্রেমে মৃত্যুপরোয়ানা অগোনা
তাঁর ও ছিল অক্ষরে অক্ষরে জানা ,
তবু অসাধ্য সাধনে করেন পরিকল্পনা
তিনি যে বিপ্লবী সূর্যসেন- মহাপ্রাণা ।


তাঁর জীবনধারা- রূপ, অতি সাধারণ
বিপ্লবী চেতনায় ভরপুর অন্তর মন ,
মানব জীবনে তাঁর সাধনা-আকিঞ্চন
দেশ স্বাধীন তরে ধ্যান-জ্ঞান-পণ ।
হাতেগোনা দুর্ধর্ষ ক্রান্তিকারী নিয়ে, আমরণ
চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে করিলেন রণ ।


তুমি, সর্বহারার সে বন্ধু-সখা মুক্তির ,
হে বীর ! শ্রদ্ধায় তব চরণে নতঃ করি শির্ ।


(ইং-১১-০৩-২০২০)
(ইং-২২-০৩-১৮৯৪)-মাস্টারদা সূর্য সেনের শুভজন্ম দিন, তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
(ইং- ১৯৩০-এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন ।)