দুঃখ-দৈন্য অবগতির মূলে
মানবতা ধর্মগুণে সুনজর চাই
কে দেবে লক্ষ্য সময় কালে ?
মহা প্রাণের কমি দেখতে পাই !
সৃজন, কৃত্তিম চাহিদার পাহাড়
অকাজেরও সীমাহীন দরকার -
জনসংখ্যা বেড়েছে ,আয় নাই  ,
ধনীদরিদ্র বৈষম্য ব্যাপক হারে
সীমাহীন, বেড়েছে দূরত্ব-খাই ।


কুচক্রী সর্বগ্রাসী সে পুঁজিবাদ
তার বিষাক্ত ছোঁবলে সর্বত্র
হচ্ছে, কুটিল কুসংস্কার আবাদ
সংস্কৃতি,-নীতি রয় না পবিত্র ।
শিক্ষায় দখল, তারই করায়ত্ত
তারাই সমাজে লাভের তরে
জীবনমূল্য অবমূল্যায়ণ ঘটায়
রক্তচোষক মশা বসা সত্তায় ,
তার অদুরদর্শিতা জ্ঞানটি খাসা
শোষণে রত পুঁজি, শূন্য আশা ।
যতো অপসংস্কৃতির বাড়-ঝড়,
ভিত-জড় করে অস্থির- নড়বড় ।
(২১-০৫-২০২২)  
সম্মানীয় কবি বিভূতি দাস তাঁর বাস্তবধর্মী সমাজচেতনার কাব্য, (২০-০৫-২২)- "সরতে সরতে",অপূর্ব বিদ্যতাপূর্ণ উপস্থাপনা । তাঁর সুন্দর কাব্য থেকে প্রেরণা পেয়ে আমর এ কাব্য প্রকাশ এবং তাঁর সম্মানে উৎসর্গ করা ।