স্বার্থীর পরিবেশ সুখকর অশেষ
আগে পিছে তারা সহে না ক্লেশ ,
অকালে উচ্ছন্নে যাক না স্বদেশ
নিশ্চিন্তে সুখনিদ্রা ভরা আবেশ ।
সমাজে চালায় তাঁরা- খবরদারী ,
কাজে অকাজে চাই মাতব্বরী ।


আগে বাড়ার সাধন, কেবলি-চুরি ,
সম্পদ অঢেল রমরমা-গাড়িবাড়ী ।
লুটকাজে সিদ্ধহস্ত নেই দৈন্য
লক্ষ্মীর ঘটভরা অফুরান অন্ন ।
লোক ঠকিয়ে ওরা তেলেজলে -
আনন্দে আত্মহারা, সংসার চলে ।


চারিধারে সঙ্কটে উথল-পুথল ,
কত না ঝঞ্ঝাট দেশময় প্রবল !
সাগর মন্থনের ফল, চিরস্বভাব
সে ধূর্তশিয়াল, চায় সিংহভাগ ।
কোনকালে ঘটিলে দৈব আপদা
কাজে লাগায় স্বার্থী, ধী আর মেধা ।


কতোরে করে শোষণে হেনস্থা ,
সেথায়-ও সে খোঁজে আয়-পন্থা !
বিপদে খরা-বন্যা, ঝড়-তুফান ,
উজালায় ভরা তাঁর সুশ্রী উঠান ।


(ইং-২০-১১-২০১৮)