জ্ঞান, অজানা, ভাল আর মন্দ
ভরা মনোমাঝে সংশয়-দ্বন্দ্ব ,
চারিধারে আলেয়ার হাতছানি -
কার বা কি চাল ! কত বা জানি ।


কার দৃষ্টি, কোনদিকে, কোণে
কত দূষিত পুষে , শঙ্কায় মনে ;
সে স্মৃতি গুলি, কুরে কুরে খায়-
অশান্ত হৃদয় , যন্ত্রণা-ব্যথায় !


রাস্তা অবরোধক, খানা- খন্দে -
বিমূঢ় আমি, অযাচিত মন্দে ,
জড়তারা রোখে, মাঝের পথ   -
সময়ে দেখা ভার বন্ধুর সাথ ।
তবু কেহ বলে, প্রতিবাদ তুলে ,
কেহ বা লুকায় ,মিথ্যার চালে !


আশায় ভবতরী, চাই শেষ পাড়ি ,
পাই না খুঁজে, আস্থার-কাণ্ডারী !
ভয়ার্ত চিন্তায়, শঙ্কিত বিভোর ,
সবুরে আছি, পেতে সে ভোর।


(ইং-০৬-০৬-২০১৮)