লিখতে বসে কি কি লিখি
না কাব্য, নাহয় কথা ,
ছাইভষ্ম আবোল-তাবোল  
শুধুই মনের ব্যথা ।


অতি সাধারণ তারা এসে
দুয়ারে কড়া নাড়ে ,
প্রতিষ্ঠা চায় জগৎ মাঝে
লেখায় ভিড় করে ।


বেদনা ভরা মনের ভাষা
বলে অঢেল আশা ,
যদিও বর্জিত, ওরাও চায়
করতে কিছু খাসা ।


মনুষ্য সমাজে ধরার বুকে
বাঞ্ছা,-কিছু জ্যোতি ,
জানে এ জীবন ক্ষণস্থায়ী  
অমিট চায় স্মৃতি ।


(ইং-০২-০৮-২০১৯)