প্রতি শুভকাজকর্মে চাই সংগঠিত জনবল ,
জনতা চাইলেই তা’ অবশ্য ফলে শুভফল ।
সেনা যতদিন সাথে , সেনাপতির আসন যত্নে ,
শ্রোতা যতক্ষণ ,বক্তা সভা মাঝে শোভে রত্নে ।
জনতার বিশ্বাসদমে ,গড়ে ওঠে সে জননেতা ,
দর্শকের হৃদে জায়গা করে বাড়ে- অভিনেতা ।


‘গাছে কাঁঠাল গোঁফেতেল’, যারা ভাবে অঢেল ,
নিজ দোষে, ‘পায়ে কুঁড়ুল মারে’ বিনা তালমেল ।
জনাদরে বিশ্বে কুড়িয়েছেন অযুত মানসম্মান ,
তাঁরাই আবার জনতা বিহীনে, অন্ধকারে ম্লান ।
দেখা গেছে- সে প্রতাপী রাজা খেত দুধ-ক্ষীর ,
একদা শূন্যজনবলে পথেপথে ঘোরে, ফকির ।
‘জনবল বড়ো বল’ ,সত্য প্রবাদ সারা সংসার ,
সে বান্দা সবার উপর, যাঁর চমৎকারী ব্যবহার ।


(ইং-১২-০৩-২০২০)