সমবায় প্রচেষ্টায় সফল আজ ধরা
মানবের জয়োগাথা জগৎময় ভরা ,
আরো অধিক চাওয়া ভবিষ্যৎ গতি
হতে হবে যত্নবান- মানুষের প্রতি ।


অধুনা প্রযুক্তি বিজ্ঞান, ভুলভুলাইয়া
বিচিত্র রকম ছল-জাল আরো মায়া ।
যদিও বুদ্ধি বিবেক, দৃঢ় যতেক হুঁশ
ক্ষয়ের ব্যাধি-জ্বরে ভুগিছে মানুষ ।


অতি কষ্টের কাজ করে তাঁরা বোঝে
গবেষক গবেষণায় মত্ত সে কাজে ।
ভয়াবহ দ্বন্দ্বঘন ঘন্টি কেন বাজে ?
অশনি সংকেত আজ সংসার মাঝে ।


মূল্য ক্ষয়, তিলাঞ্জলি সুশ্রী সে মন
একাকী গণ্ডিবদ্ধ আবদ্ধ এ জীবন ।
জ্ঞানের আগার ভরা- রূপ কৌশল
কিশলয় মারা যায়- অভাবে জল ।


(ইং-১০-১২-২০১৯)