জলফড়িংরা জলে থাকে
ডাঙার ফড়িং ডাঙায় -
সুযোগ পেলে একে অপরে
উভয়ে চোখ রাঙায় ।


দখলে যার যেটুক স্থান
ছাড়তে চায় না কেহ -
সুযোগ পেলে সাধ্য মত
অপরেকে করে হেয় ।


মনুষ্য আচার বাদ যায় না
জ্ঞান- বিবেক পেয়ে -
যুদ্ধ-বিগ্রহ লেগে থাকে
ধন-সম্পদ নিয়ে ।


অসাধু কত মালা জপে
পাশ-পড়শীর দেখে -
মানুষ হয়েও বিষধর যেন
শিকার ললুপ চোখে ।


(ইং-২৪-০৫-২০২০)