কে বলে- নেতা ভাল চায় না ?
আপন ভালোতে সূক্ষ্ম ভাবনা ,
মনে জাল বোনে , আখের গোছাতে
আদা নুন খেয়ে থাকেন- মেতে ,
মান্য না করা- দেশের সংবিধান
রপ্ত, কেবলি শোষণ বিদ্যা-জ্ঞান ।


সহজ সরল জনতা পেয়ে
ভোট নিয়ে, পরের খেয়ে ,
আজ, শিখরসম নেতার মান
নেতা পূজনীয় কত না তাঁর সম্মান ।


দেশে, ভূখমারী- দুর্ভিক্ষ
তবু আখের গোছাতে অভিজ্ঞ ,
অনাচারে রপ্ত তিনি -রথী
চোরাকারবারে তেজ গতি ।
নেতার যোগ্যতার অহম পরিচয়
পাঁচবছরের নেতা পদ চির-অক্ষয় ।
একবার তিনি হ’লে মন্ত্রী
পাহারায় সারাক্ষণ দু’চার সন্ত্রী ,
সময় ? বিনা নিজ স্বার্থে, নয় অপচয় ।


(১৯-১০-২০২০)