যতই বলি, খুন চোষে ঐ মাকড়সা !
মাত্র উদ্দেশ্য প্রাণে বাঁচার প্রত্যাশা ।
অন্য স্থানে না তার কোন এক্তিয়ার ,
ভরণ-পোষণে কেবল জালটি সার ।


বাকি সুসুভ্য সমাজে সর্বদিক ব্যাপ্ত ,
মানুষ দ্বারা পাতা জাল অদৃশ্য শক্ত !
নয় নিরাপদ, আকাশ বাতাস জলে ,
একটুকু অসতর্ক হলে, বন্ধন- ছলে ।


চারিদিক সূক্ষ্মতায় বিদিত ধরাতল
নীরবে চলমান এ ধারা ধরায় প্রবল ,
হয় তো অকস্মাৎ জীবন লীলা শেষ !
নয় তো যাতনা-কষ্ট, ভোগান্তি বেশ ।


আভাসে ব্যাধির ছোঁয়া কেহ বা পায়
কত মনোকষ্টে অচৈতন্য,  নিরুপায় ।
শোষকের তীক্ষ্ণ নখ-দাঁত, বিভৎস যা ,
শোষিতের শরীরজোড়া দগদগে ঘা !


(ইং-২৯-০৮-২০১৯)