সেথা মুক্তি পেতে, অভাব-অনটন
        জনতারা করে আশা
       কাজে, নেতাই ভরসা ,
পিতার ঊর্ধ্বে যেন নেতাপ্রতি মন ।


নেতারে ঘিরে জনতা দেখে স্নপ্ন
       অনাথের তিনি নাথ
       দুখীর বন্ধু অগাধ ,
অতি আদরে নেতারে করে মান্য ।


নেতার সাজে না, জনতারে করা ছল ,
       যদি নেতা অবহেলায় -
       মাঝগাঙে ছেড়ে দেয় !
হয় নিরুদ্দেশ-নিখোঁজ- যাত্রী দল ।


জনমানসে ভরিলে ভ্রমজাল
      শঙ্কট সময়ে নেতা
      যদি ধারণ কুপ্রথা ,
সমাজের অবস্থা হয় ভয়াল !


নেতার অপকাজে জনগণ রাখে ধ্যান
        পরিত্রাণ অসাধ্য !
        হৃদয়ে হবে দগ্ধ ,
একদা কদাচারে হতে হবে অপমান ।


যদি নেতা সুখ খোঁজে, সেবা ভুলে ;
        স্বার্থসিদ্ধি, নিজকাজ
        বেইমানী তাঁর সাজ ,
অচিরে দোষে, বিদ্ধ হবে সে শূলে ।


বিধানমত রীতি-নীতি মান্যতে মূল
         অমূল্য নেতা পদ
         তার শক্তি অগাধ ,
রাখিতে গরিমা পদের, না করা ভুল ।


সে জাগ্রত অতীত নজির রাখে ধরে
         সারা অপকর্ম পাপ
         ইতিহাসে নয় মাফ ,
অপযশ লেখা, অমাপা পাতা জুড়ে !


(ইং-০৬-১২-২০১৭)
*-ভারতে আগামী ১৭-তম লোকসভার ভোট ১১ এপ্রিল২০১৯ থেকে শুরু যেন সুষ্ঠু-সফল হয় তার নির্বাচন প্রক্রিয়া । এই কামনা করি ।