দেখা কেবল চারিধার
কালো মেঘে ঢাকা
গাঢ়মসি এঁটে যেন
কোথাও নেই ফাঁকা ।
যেথা চলো হোঁচট লাগে
অশান্তি অপার
কষ্টঘন দিনকাল
মেলে না সুখবর ।
যার কাছে শোন এক
এ যে কলিযুগ
মানবের মাঝে রবে
শুধু , ভুখ আর ভুখ !
কারণের বিন্দু গুলি
আসে না মাথায়
আস্থা ভরা মন-হৃদয়
পিষছি তবু যাঁতায় ।


(ইং-০৫-০৭-২০১৯)