পরিবারে বাড়ছে লোক ,অতি নিকট জন ,
দেশেও বাড়ছে, একই ধারায় অগণন ;
কত মনীষী, বিদ্বান ,করেন জীবন ব্যাখ্যা
আগামী চিন্তা তরে সুখশান্তির আকাঙ্ক্ষা ।


কপালে বলিরেখা, সদা চলে বিচার মন্থন
যুগাচার, জনমাঝে হিংসা ! কোন্-সে কারণ
ঘন-ঘন বিপদঝড়, ঘটে কেন অকারণ ?
আছে সুশ্রী বিবেক আরো যদিও সমৃদ্ধ মন ।


জীবনে যদি কেহ অপকাজে না হয় সতর্ক ,
কুলক্ষণ ,অপগুণ, সমাজ ক্ষয় করে সর্বত্র ।
যেখানে হিতাহিত মনে পোষা, সমান আপন
জনহিতে দিলে ত্যাগ -কিছু অমূল্য সময়
জনে-জনে ভাবনাটা গড়ে ওঠে পরমসুখময় ,
দৃশ্য, সুখ নিশান উড্ডয়ন ,যাপিত জীবন ।


(১৭-০১-২০২২)