ভূতুড়ে কাণ্ডে ভরে ভাণ্ডে
কাব্য লেখা যায় গণ্ডে গণ্ডে ,
ভাব ভরা যায় পক্ষী তুণ্ডে
তাক লাগে বেশ জনমুণ্ডে ।
সুনাম বাড়ে রোচক দামী
কাজের কাজটা শুধু নষ্টামী ,
অপরের সময় নষ্টতে মতি
জল বুদ-বুদ ন্যায় জ্ঞান ভাতি ।


কত সুরেলা সুরে গায় গীত
তবু ধরায় চলে এমনি রীত ,
সস্তা সুখে এ জীবন চলায়
ভাবনা রবে জীবন খেলায় ।
আজগোবি সব কথার সাজে
মানুষ ধরায় বেশ মজে ।


(০৬-০৯-২০২১)
গণ্ডে-গণ্ডে > গণ্ডায়- গণ্ডায় ,
পক্ষী তুণ্ডে > পাখীর ঠোঁটে ।
জনমুণ্ডে > জনতার মাথায় ।