ঢাল আছে তলোয়ার আছে
নিধিরাম সরদার ,
ধর্ম আছে ন্যায় আছে
কমতি কোন নেই তার ।


কখন কারে আচারে আনা
উপদেষ্টার অভাব নাই ,
অর্থ কড়ি সব মজুত
খরচাপাতি জানা চাই ।


আগের দিশা ফলদায়ক
সফলতার মান
দূরদৃষ্টির, দূর আসমান ,
ট্যাঁকে চাই জ্ঞান ।


অজানা সে সাগর পাড়
কাটতে থাক সাঁতার ,
নাভিশ্বাস ওঠে বুকে
হাঁপসিকাটা সার ।


(ইং-০৬-০৭-২০১৯)
“আর কি ব্যাপার দাদা
মুখ ধুলো সব সাবান দিয়ে
মোদের মুখেই রইল কাদা”।- রীনা বিশ্বাস- হাসি (মৈত্রয়ী কবি) ।
“বাজেট রঙ্গ” কাব্যে সুন্দর মন্তব্য করায় তাঁর সম্মানে তাঁকে আজকের কাব্য উপস্থাপনা -উৎসর্গ ।