পৃথিবীর ব্যাপক বিস্তার অপার
বৈচিত্র্যময় রূপ ধরার সংসার ,
আদি হতে, পরিবর্তন অহরহ -
অঢেল উত্থান-পতন, অজেয় ।


উদ্ভিদ, কীট-পতঙ্গ ,প্রাণী নানা -
রূপে, সংখ্যায় কত না অজানা ।
সৃষ্ট সত্ত্বা, লয়-ক্ষয়, ভূবনময় ,
কিছু পরাণ সঙ্কটময় সব সময় !


ঝড়-বৃষ্টি ,বন্যা, ভূকম্প, খরা ,
এরা কারো বাধ্য না, বশে তারা ।
নয় জনমানস, তাণ্ডবে নিরাপদ ,
কাটিয়ে ওঠা বড়ো দায়- আপদ ।


মানবের দম্ভ আজ বিশ্ব জয়ে ,
আবার তার কর্ম এ বিশ্ব ক্ষয়ে !
ঐ ধ্বংসোন্মাদী এরা কি মানুষ !
কী করে বলি ওরা জ্ঞানী পুরুষ ?


(ইং-১৯-১১-২০১৮)