কষ্ট স্বীকারে নাই জ্বালা -
জীবনঘানি টানায় না অবহেলা ,
সবে চায় ভলা- সর্বোপরি ;
তবু গোঁ ধরা-ধারা মতটি ধরি
হিংসা- প্রতিহিংসায় ছড়াছড়ি ।
কিছুটা সাম্য, মান্য গোত্রহাঁড়ি ;
জলাঞ্জলিতে উন্নত বিবেকবুদ্ধি
গা-সওয়া কথায় চায় আত্মশুদ্ধি ।


পরের মুখে ঝাল খাওয়া -
না জানা পরিণাম-পরিণতি মাদ্দা ,
সামনে যদিও অদেখা গাড্ডা !
শ্বাস হয় রুদ্ধ মেলে না মুক্ত হাওয়া ।


(২৯-০৩-২০২৪)
ভলা > ভাল । গোত্রহাঁড়ি > একই জাতের । পরের মুখে ঝাল খাওয়া > নির্বুদ্ধিতা ।
মাদ্দা > খাঁটি , বিশেষ ।