সুহৃদ পালে-পোষে, আমার জীবন
নষ্টতে মাতম বেশ, সে কষ্টের ধন ,
সুখে নাচি খাইদাই সকাল-সন্ধ্যে
দায়-দায়িত্ব হীন, ভার না স্কন্ধে ।


স্বার্থে চলার কাজ -ধার্য্যতে মান  
করি না কোন সেবা- না প্রতিদান ।
দিব্যি দিন চলে সকাল দুপুর
রুনুরুনু বাজে হৃদে, সুখ-নূপুর ।


শীতে ধরে কাঁপুনি, বর্ষায় ভীতু
গ্রীষ্মে জ্বরে ভুগি, জ্বালা অহেতু ।
দেখিলে মিছিল, মনে রয় অছিলা
ত্রস্ত লাঠিসোটায়, ভয় যে মেলা !
দু’চোখের দৃৃশ্যরা মনেধরে সন্ত্রাস ,
সন্দেহ বাতিক মন, শুধু অবিশ্বাস ।


ঝঞ্ঝাট মনে হয় আন্দোলন স্লোগান ,
সামান্য চলাতে পরিস্থিতি কম্পমান ।
শিখেছি ধ্যান-জ্ঞান একাঙ্গী মনন ,
গণ্ডিতে আবদ্ধ রই, শামুকী জীবন !


(ইং-১১-০১-২০২০)