বনে লেগেছে আগুন কীট-পতঙ্গ বেহাল
ছোট ছোট জীব তারাও ত্রস্ত বেসামাল ,
একে তো দাবদাহ-তাপ , নেই জল আহার
অসহায় অভাগা পুড়ে মরে , হয় ছারখার ।


হাতি ঘোড়া উঁট, লম্বাপায়ে ছুটে পালায় -
তাদের আশ্রয় লোকালয়ে শান্তির আলয় ।
আজ ভাল নিয়ম পশু দুর্যোগে পায় আহার
আমলারা সেবায় রত করে দেয় যোগাড় ।


চুনো পুঁটি যদিও বাঁচে, বকের খোরাক
ছোটর দুর্দশায় কেহ হয় না অবাক !
আমলার একই কথা, বাঁচাই সবার জান -
ত্রাণে, ভুল-চুক তো কিছু হবে ,
এ যে বড়ো অভিজান !


(ইং-৩০-০৪-২০২০)