ভারত, একটু ওঠে- সেরে
আবার যেন সে মুখথুবড়ে পড়ে !
শাসকের অহংকার গর্ব ভাব
হটধর্মীতার কারণ দেখি এ স্বভাব ।
চাষী সে চায় সুখে দু’মুঠো ভাত
শাসক তার সুখে সাধে বাদ !
সরল জীবন ,শাসক চায়- সুকঠিন
তাই, সহ্য হয় না সুন্দর দিন ।


খোঁজে, শোষণের উপায়- পন্থা
শিকার, মুটে, চাষি, ভোলা জনতা ,
এত শীতে মাঠে- অসহায় কৃষক
তের দিন ,দেখি না ভবিষ্যৎ ,
অন্ন দাতার শান্তিপূর্ণ আন্দোলন
আজ কৃষকের অশ্রু ঝরা নয়ন ।
দেশে জ্বালিয়েছে একতার মশাল
তারা জাগিয়েছে ত্যাগের মিশাল ।


(০৮-১২-২০২০)