মেধাশক্তি ধার হীন
অনুভূতির বা কৈ বল ?
ভাবনাগুলি এলোমেলো
ঝং-ধরা অচল ।


দু’কদম আগে শুদ্ধজল
না হলেও যেন চলে
গোঁজামিলের দিনচর্চায়
কাল কাটে, হেসে খেলে ।


ঠোঁটে মাখা বিদ্বেষ কথা
পরকে নিয়ে যতো
অক্ষমতায় নিজেরে ঢাকি
সতুরমুখের মত ।


দূরদৃষ্টি জাগে না মনে
প্রবীণ নীতির মাতন
উজ্জ্বলধারায় যা-কিছু দেখা
ছিদ্র খোঁজায় যতন ।


গেল গেল রব শুনি কানে
নিজ- মন গড়ন
এটুকুই মাত্র সীমাপরিসীমা
অনুরণন, অনুক্ষণ ।


(২৮-১১-২০২০)
সতুরমুখ > ঊটপাখী ।
ছিদ্র > দোষ, অপগুণ ।