যেখানে, দেখ উপদেশ !
ঝলমলে দৃশ্য মুঠোফোনে ও বেশ ।
ক্ষেতে ,বাঁকে বাঁকে পাতা মাছের আটন ,
সুখে বাঁচতে দেয় না, করে জ্বালাতন ।
অথবা, জ্ঞানের বোঝা, ঐ পাহাড় !
সে ভার- একবার যদি চড়ে, ঘাঁড়-  
চাপে চাপে গুঁড়ো করবে, হাড় ।


কচিরা উল্লাসে চায় ছুটাছুটি
হয় না !গুরু-জনে ধরে তার টুঁটি -
তাকে রাখে অদৃশ্য বন্ধনে আঁটি
অচলে, এক নিয়মের খুঁটি ।


আবার কী জ্ঞান , তার মান ?
পুথিগতই দেবেন বিধান ।
হজম হোক আর না হোক
বদ্-হজমে তাঁরা করেন না তাপ-শোক ।


সূর্যকে টানে সপ্ত ঘোড়া ,
এমনি কত জ্ঞান তা’ আজ যদিও খোঁড়া ;
তবু জলযোগে গিলতে হবে বড়ি ,
নয় তো গুরু ঠ্যাঙাবে, বর্ষাবে ছড়ি ।


(ইং-০৯-০৩-২০২০)