কচি কচি বাচ্চারা সামনে বসা
জাদুগর ছড়ি ঘুরায়- দেখায় তামাশা ।
ছুঁ-ছাঁ মন্তর- মুখে তার বুলি ,
কিছুটা ধান রাখে এক কৌটায়
নিমেষে পাত্রটি খৈ এ- ভরে যায় ,
বাঃ ! বাঃ ! বলে খোকা- দেয় হাত-তালি ।


এবার জাদুগর নবীনদের ধরে
মায়ার রথ আনে, সবে তাতে চড়ে ,
উড়তে থাকে তারা- নীল গগন পরে
বাজেটের খবর শুনে ভিরমি খেয়ে পড়ে ।
ঘরে ঘরে যতো বেকার ,হবে না নড়চড় -
ওরা যুবক জানে না তার ভবিষ্যৎ- খবর !


এই তো করিস্মা, জাদুর ধার প্রখর ,
জনতারে স্বর্গ দেখায়- সে জাদুগর ।


(ইং- ০৯-০২-২০২০)
হিন্দী শব্দ করিস্মা > চমৎকার, আশ্চার্যান্বিত হওয়া ।