যা গেছে তা’ গেছে
বৃথা কান্না সে ঘটনার পিছে ।
হাজার চেষ্টা করে ও মরা -
পূনঃ জীবিত হবে না মড়া !
দেশ হয়নি সম্পন্ন সে তেহাত্তর ,
সঙ্কট দেখা দিল কত ক্ষতর ।


মূল্য জানান দেয় বুদ্ধিমত্তার  
মাপ হয়নি সঠিক যোগ্যতার ,
আদর্শ-গুণ, কর্ম নিপুনতার -
প্রকৃত প্রমাণ বিপদে তার ।
দেশকাজে কে কত শিক্ষিত ?
কষ্টকালে কে রয় সেবায় রত ।


যদিও ভুলত্রুটি হয় মানুষ মাত্র
তবে, ইঁদুর তারা খোঁড়ে গর্ত ।
ভুল হবে তিল্ । হবে না তাল ,
কুমির আনা নয় কেটে খাল -
পাতা, ভাল না স্বার্থের জাল ।


নেতার মনে লাভের আশ
তাতে, জনতারই সর্বনাশ ।
একের করমে হাজার ভোগে
দুঃখ নামে দেশের ভাগে ।


*-মাপকাঠি > মূল্য ,গুণ জানার উপায় বা মাপার মান ।
*-সে তেহাত্তর > স্বাধীনে পর থেক মোট সময়, ৭৩ সাল ।
*-আশ > আশা ।
(ইং-২৪-০৪-২০২০)