জাদুর ছড়িতে কতরে তাক
ফানুষ দেখিয়ে করে অবাক !
জনতা যখন আস্থায় মাতে ,
বিশ্বাসের আস্বাদ ভরা মাথে ।


অকূলে কূল হাওয়ায় মহল
দুযারে সুখ চাক্ষুস অবিকল ।
জনতা নির্ভয়, অবিশ্বাস শঙ্কট -
চিন্তার গুণগান ,সততা প্রকট ।


জাদুর কাজ, আবদ্ধতে পরাধীন
চাইলেও জনতা হবে না-স্বাধীন ।
আশার গতি, স্বাবলম্বন-উন্নতি ,
কি করে দেবে এহেন সম্মতি ।


খুব কম করে, পাঁচটি বছর ,
ছাড়ে না অক্টোপাস-জাদুগর ।
আটক ফাঁদে, সে ইন্দ্রজাল -
চলিতে বাধ্য জাদুর চাল ।


(ইং-২০-১২-২০১৮)