আমি আর এখন আমাতে নেই
সে চরস-গাঁজার আড্ডায় মিশে ,
মন শুধু টানে সান্ধ্য মজলিশে ;
কর্মময় জীবনে হারাই শুধু খেই ।


চিরদিন মনের কথায় হয়ে দুর্বল
সব নিঃস্ব জীবনের শেষ সম্বল ,
অভাব অনটন গঞ্জনা দিন শুরুতেই ;
নিজ খেয়ালে আছি , এমনিতেই ।


ঠাঁট-বাট গা-সওয়া, কত রকমারি
হেরফের জালিয়াতি সব পথ ধরি ;
না মানা নিষেধ একাজে পাপ ভারী ,
এক সুন্দর মনের কাছে যাই হারি ।


আমি আর এখন আমাতে নেই
ভাবি, কেন মিছা ছল্- নিজেতে
জীবনটা সাদামাটা হোক না সরল ,
তবু ফিরি না আমি শত আঘাতে ।


(১০-০২-২০২৪)