দুনিয়ায় বড় বিদ্যা -
গা- বাঁচিয়ে চলা ,
ওঁরা মহান বুদ্ধিমান
পোহায় না কোন ঝুটঝামেলা !
সোহাগী, লুট দখলের কর্মী
গায়ে ধরেছে বেশ চর্বি ,
---শুধু পরের-টা খান ।

শিকারী কিন্তু স্বীকার যাবেন না -
পর অনিষ্ট যে আরাধনা ।
বড়গুণ ,- গুণীকে ভাবেন চুন ,
সততা নিয়ে চলতে মানা ।

সংসারে যার বদৌলত বেঁচে -
তাঁকেই হাটে ব্যাচে ।
নিজের ছায়াও করে বিক্রী
পুণ্যবান চতুর এই তাঁর ডিগ্রী ।

কর্তব্য !স্বার্থ ছাড়া আপন নাই ,
কাকে ঠকাবে, ভাবনা সদাই ;
তেনারা সংখ্যা গরিষ্ঠ -
উচ্ছেদ চায় এ সংসারে
যতো উপকারী কর্মঠ ।

(২০-০৭-২০২৫)