জনতার ভোটে জয়ী হয়ে হয় শাসক
সে নির্বাক কেহ ভাবে নাই ,
বিকট পরিস্থিতি দেখে মন গলে না তবু
অবাক লাগে চাল-চতুরাই !


এতদিন সে জাগ্রত প্রদেশের কৃষক শ্রেণী
ঠাণ্ডায় সমবেত ধর্ণায় মাঠে ,
মহিলা শিশু, পূর্ব সৈনিক বিরোধে ‘কৃষিবিল’
আজ ছাব্বিশ দিন একসাথে ।


আন্দোলনে একত্রিশ জন শহীদ মৃত্যুচুমে
একবড়ো নীরব সে একতা ,
আর কত কষ্ট স্বীকার ও প্রকাশে ধৈর্য্য
তাঁরা পাবে স্বস্তি স্থিরতা ?


চায় না কাজ, না লোন, ভাতা, জমাজমি
চায় মাত্র কৃষিব্যবস্থা রক্ষা ,
পুরানো আইনে চলছিল বেশ চাষির জীবন
কারোকাছে চায় নি ভিক্ষা ।


এতই যদি ভালর তরে থাকে শাসক মন ?
ভূমিহীনে দাও জমি ,
বেরোজগার- কর্মীযুবককে দাও রোজগার
এ কাজটা অতি দামী ।


নিরীহ সরল অন্নদাতারে দিও নাকো দুঃখ -
মীমাংসা না-করা আজ ,
সবে বলিবে, উগ্র গর্বে ভরা নির্মম শাসক
শোভা দেয়না এ কাজ ।


(২৪-১২-২০২০)