প্রতিটি জীব সত্তায়, প্রাণ সঞ্চার মান্যতায়
প্রকৃতির বড়ো দান- অনুভুতি ও বিবেক-
দয়া-দাক্ষিণ্যের অনুভব, সুখ-দৃঃখ-খেদ
নিত্য নব অনুদান সৃষ্টি ,জীবন মীমাংসায় ।


মানুষ নিজ ভুলের স্বয়ং দেখি না বিচারক
স্ব- প্রেম-প্রীতি-ভালোবাসা যেন অমৃত
জীবনধারা আবেগ উত্তাল-ঊর্মি ভরা কত ,
সবই প্রকৃতির মতি, মানুষ নীরব দর্শক ।


হবে বঞ্জর ,বায়ু যদি যায় ধরাতলে উবে ,
অনুভূতি হীনে হয় অভাব্য অজস্র ক্ষত
মানুষের জয়যাত্রা অচিরে হবে বিগত ,
বিচিত্র জীবসম মানুষ বিরাজিবে ভবে ।


একাগ্রতায় অনুভূতি, শানে হয় উজ্জ্বল ,
অনুশীলনে হেলা বশে, মনুষ্যত্ব নাশ
বিকট নব প্রকার, দৃশ্যমান আশপাশ ,
শিক্ষার্থে প্রকৃতি দানে, সুকর্মলব্ধ ফল ।


(১৯-০৬-২০২১)