কে বলে ? রাজার দর্শন ভার ?
ক্ষণে, রংটা পালটাও, চশমার ।
যদিও তার বংশ হয় উচ্ছেদ ,
তবু ,আসেনি কোন প্রভেদ !


তার, রহন-সহন,ভাব-ভঙ্গিমা ,
সব পাই, ঠাট-সম্ভ্রম, রাজাসমা !
আসলে পদবীটা অর্থের খেল ,
নীতি-অনীতি- করে তালমেল ।


কাজে-ব্যবহারে দেখি মর্যদায় ,
রাজার ধারায় ডংকা বাজায় !
হাতি, লোক-লস্কর, গাড়ি-ঘোড়া -
লালবাত্তির কাফিলা পথ ভরা !


আসল রাজারা যা-যা না পারে ?
এখনকার রাজারা অধিক সারে !
আধিপত্য, চাকচক্য ভরা আভায় ,
দেশ-বিদেশ ঘোরা পর পয়সায় !


যে যতো দেখাবে ঠাট-বাট ,
তাঁর পসার, নামডাক, সর্বঘাট ।
দেখে নাও, জন্ম দিনের বেলায় -
উপহারে ,ডোল, কানায়-কানায় !


ছিল গত রাজার, কিছুটা ভুল ,
যুদ্ধে যেত । হ’লেও প্রতিকূল !
অপারক ছিল, বিদেশ পাড়ি ,
একার মাথায় ! দেশ-ঘরবাড়ি ।


(ইং-৩০-১২-২০১৭)