মে দিবস, তাকে বারবার করি স্মরণ ,
সে পথিকৃৎ, তার শিক্ষা সমবায় উন্নয়ন ।
হবে না প্রতিটি কাজ, শাসনের হুঙ্কারে ,
না তার বর্দিধারি, একক লাঠির জোরে ।


শাসন ক্ষমতার হবে, বিকেন্দ্রীয় করণে
মজদুর, কিষাণ, তারা-স্থান পাবে শাসনে ।
জনগণের হাতেই প্রকৃত বন্টন শক্তি ,
না কিনা, ধনাঢ্যবর্গ শাসনে রবে মাতি ।


এর অন্যথা হ’লে অভাগার মহাবিপদ
সর্বহারা- দুঃখীর দিন ফেরে না সুখদ ,
‘অচ্ছা দিন আয়গা’,ভাওতা মাত্র ধূঁয়াশা ,
আতুরের বুকে বয়- ক্লেশ ভরা হতাশা ।


(ইং-৩০-০৪-২০২০)
*-অমর মে দিবসে (শ্রমিক দিবসে) সকল সুধী জনে অশেষ অশেষ লাল সেলাম ।