সন্দেশ সে তো, বড়ো মিষ্টি মধুর
কোথায় লাগে খেজুরে গুড় !
জগৎ জোড়া তার গুণ-খ্যাতি ,
ব্যাপক চাহিদা সন্দেশ প্রতি ।


খবরের পাতায়, জনতা মাতায় ,
নানা সন্দেশে মিষ্ট-মিষ্ট কথায় ।
সে কখনো কটু-তিক্ত, জ্বালাধরা ,
অসহ্য সন্দেশ, নিকৃষ্ট হতচ্ছাড়া ।
একের খুশখবর অপরের বিষাদ ,
একের সুখোরাক অন্যের বিস্বাদ ।


কত রোচক, সন্দেশের কারিগর ,
তারা সিদ্ধহস্ত কর্মতে জাদুগর ।
উত্থান-পতনে কামাল তার চরিত্র ,
তারা ভেলকিবাজীর ধুরন্ধর পাত্র ।


সন্দেশ, রথে উড়ে যায় তরী ,
পুনঃ নীচে নামাতে ওস্তাদ ভারী ।
চাইলে একর্মে, করে না দেরি ,
শাকচুন্নীরে রূপে গড়ে অস্পরী !
এ সন্দেশ হোক না মিঠা ভরপুর -
নিরিখে তারে ধরো, করে সবুর ।


(ইং-০৯-০১-২০১৯)