কত না জ্বালা সে নামের বাহার ,
তার জন্য ত্যাগ করা সুখনীদ্রা আর আহার ।
লিখে-লিখে হয় পাহাড় !
লেখার নেই কোন অন্ত- তার শেষ সীমানার ।
কারণ ? জ্ঞান দ্বারা চৈতন্য করণ ,
খুঁতিয়ে অদেখা এ যে কতো বড়ো স্বার্থের আচরণ ।


নিজ দরকারী কথা । সকাল- বিকাল হাঁটা ,
সময়ে বেশভূষা সুন্দরে শ্মশ্রু-গুম্ফ ছাঁটা
অতিথি- আত্মীয় তার আদর যতন
জগৎ দর্শনে ঘোরাঘুরি । বন্ধু-বান্ধব আপ্যায়ন ,
কারো- ফরমায়েশ সুসময়ে অবহেলা
গাল-মন্দ খেয়ে তবু নিরেধারা লেখার খেলা ।


কাজের কি আকাজের । শরঃদর্দ, বাড়ে কার ?
মূঢ়াচার বিচার- চৈতন্য কম, না জ্ঞানবোধ তার ।
ভাঙাতরী অবশেষে- লাগে কী ঘাটে ?
না ? জীবনটা যাবে এমনি নাম মোহে খেটে-খেটে !


(ইং-১৮-১২-২০১৯)