চলিছে দেশে আজ
রাজনীতির খেলা ,
বছর একাত্তর হল
দল আচরণ মেলা ।
ভরা দেখি জাত পাত
ছুয়া-ছুত কত ,
উঁচু-নিচু ভেদাভেদ
দলগত যতো ।


জাত জাত রব ওঠে
প্রতি ভোট কালে ,
নানা রূপ চাল চেলে
কত তারা খেলে ।
কারো সখ্য ভরা সভায়
কেউ মেলে জেলে ,
কত মেলে সুরা পানে
রৌম্য হোটেলে !


কেউ তার খসম ছেড়ে
ধরে অন্য হাত ,
কেউ দলে বিদ্রোহ করে
পালটায় জাত ।
বোধগম্য কম যাদের
মাঝ খানে পড়ে ,
ঘোলা জলে হাবুডুবু
সারা জীবন ধরে ।


খোলা পেলে বদ্ধ দ্বার
স্বার্থে লজ্জা ছাড়া ,
সুপাদপদ্মে ভুট হয়ে
জাত ত্যাগে তারা !
দল ভাড়ায় কত চালাক
খুব তারা চমকায় ,
শ্যেন দৃষ্টি সে মন্ত্রীপদে
কাজে হামেশায় !!


(ইং-১৭-১০-২০১৮)
*-কাব্য সার > এখানে রাজনীতিক দল ত্যাগীদের উদ্দেশ্যে বলা ।