পরের ঘরে আগুন !
দেখিতে মন কাড়া
যখন, নিজ ঘরে লাগে ?
হাঁটু-মুড়িয়ে দুআ মাঙ্গে ;
হা-হুতাশ করে তারা ।
বিচিত্র শিক্ষা -
আজ এ হেন কারণে ,
আগুন লেগেছে ভূবনে ;
কে দেবে জল ?
খল্-খল্ হাসে খল !
এ যে তার আকাঙ্ক্ষা পূরণ -
এই তো চলন- ধরণ ।
(০১-১২-২০২৪)