এখন অতি সহজ, করাটা বাহানা ,
হাতে ফোন, সারো করমারি নানা !
ক্ষণে ছলনা চলে, শূন্য তার কারণ ,
ব্যস্ত ! শ্মশানে, শবদেহ- দাহন -
ভাই এসো না আজ, করি বারণ ।


পুনঃ পরদিন তারে করাও স্মরণ ,
যাব কোটে হাজিরিতে,- সমন ।
জান তো কোট-কাছারী ব্যাপার ,
তাড়ায় পশুসম কত না আবার !



ঘরেই আছো, সারো অন্য বাহানা
বাড়ি হতে বহু দূরে , আসিবে না !
কাল দেখা করো, ভুলো না ভাই ,
সেদিন ফোন করার দরকার নাই ।


আগেই বাহানা, এখন বিয়ে বাড়ী-
এসো না ! বহুকাজ, কি করে নড়ি ?
ভেব না ! ফেরৎ অবশ্য পাবে উধারী ,
হাস পাতালে ভরতি, তাই - দেরী ।


অসত্যে ঢালো ফোনের বুলিধারা -
বলো ,শরীর খারাপ ,খুব মাথাধরা !
ভেব না বন্ধু ! কাল করিও দেখা ,
ফোনে সন্দেশ বটে, নয় পাকা !


(ইং-১৬-০৩-২০১৮)