জাদুগর সে জাদু দেখায় নিত্য নব ধাঁচে
মুগ্ধতা ভাবনা নিয়ে দর্শককুলও মজে ,
দুই দলে যুদ্ধবাধায়, সমগোত্র তারা
মারকাট ঘমাশান, উভয় হয় সারা ।
জয়ীর পক্ষে, হারা দল হয় পদানতঃ
অচিরে ভুলে যায় তার অপমান ক্ষত ।
উভয়ের জীবনে হয়-প্রাণ ধন ক্ষয়
বিজয় মিছিলে দেখি, দলপতির জয় ।
জাদুগর বুঝায় সবে দেখ মন ভরে
মানুষ কত সুখী হয় নিজ জন মেরে ।


(০২-০৯-২০২১)
সমগোত্র > সমস্ত মানবকুল একগোত্র রূপে মানুষকে বোঝানো হয়েছে ।