অর্থ, ধর্ম-কর্ম পরমার্থ
সব ঘটেই চাই সর্বত্র  ,
ভদ্র-অভদ্র, ধনী দরিদ্র
জীবন নির্ভর মাত্র অর্থ ।

যুক্তিতে না তুচ্ছ মেলা
ভবসংসার অর্থের খেলা
হলে, ক্ষণভঙ্গুর মতিভ্রম
সেথা, অর্থ রাখে দম ।

নৈতিক পতন ও উত্থান
বিশ্বাস-অবিশ্বাস যোগসূত্র
সে বিঘ্নের ঘটক সমগোত্র ,
অর্থ, চট্টানসম তার মান ।

গড়িতে সাম্রাজ্য দেশ
অর্থই কারিগর বিশেষ ,
বাড়িলে আয় অর্থমাত্রা
হয় অঘোর ঘুম স্বপ্নযাত্রা ।

অভাবগ্রস্থ স্বভাব জন্য
পদেপদে তার ঘটে বিঘ্ন ,
অর্থ যেন মধুর মৌচাক
সুখের বসন্ত,পৌষ-মাঘ ।

(২০-০৫-২০২২)