সুনিপুন দোকানীর রম্য দোকান ,
বৈচিত্রে ঠাসা, মনোহারী সামান !
কি চাই বলো ? ব্যাপক সস্তা ,
কিনতে পার, বস্তা আর বস্তা !


হ’লে অনুগত সময় কালে ,
ভোট- হুজুমে, মুফতে ও মেলে !
ক্রয়ে, ধর্ম-ভাষা-প্রান্ত-জাতি ,
সক্ষম বাঁধায়, আলয়ে হাতি !


মূলটা জানা কী প্রয়োজন ?
উপর দেখেই সন্তুষ্টি করণ ।
ভোটের মালে অনেক প্রলেপ ,
হতে পারে মনে,-অন্তে আক্ষেপ !


এ ধরণ-ধারা ,পয়সায় ভরা ,
ভেবে ভেবে কেন, মন-মরা ?
ভোটে যারা যতো ধন ছড়ায় ,
তারাই সুযোগ্য সেবক তায় ।


চতুর-চালাক, টোঁপ ফেলে -
বঁড়শি ফাঁসায়, মাছের গালে !
শিকারী সে দক্ষ ব্যাধ ,
জনতা শোষণে মিটায় সাধ ।


(ইং-০৭-১০-২০১৮)