ন্যায় ধর্মে রীজনীতি , প্রেম ও প্রীতি-
দেশহিতে তার উদয় ;
তবে কেন হায় , নিজের নিজের জয় –
কেবলি শোনা যায় ?
নেতা হবে সেবার , কার্যে তৎপর -
উদার মন হবে তার   ;
জনবলে তার চল , দেখি ধরাতল
কৈ মানা ভাবনা নেতার !
রাজনীতি যে অস্ত্র , নিছক নয় এ মাত্র -
ধারণে, দেশের ভিত ;
অমূল্য এই সাধন , নিলে আদর-যতন ,
সবের হবে মঙ্গল-হিত ।
বুঝে ও নেতারা , কেন ভুল পথ ধরা
কেন অনীতি মান্য করা ?
অবুঝ অক্ষম হলে , কেন বাড়ে, দলবলে-
সর্বনাশা নয় কি তারা ?
জনসেবা আর রাজ , শ্রেষ্ঠ-মহান কাজ ,
পবিত্রতা রাখ বজায় !
এ নয় ছেলে খেলা ! শাসনে করা হেলা ,
খেল না নিজ মজায় !
রাজনীতি তার ঘর , সমান আপন পর ,
এক নয়নে সে দেখে ;
তারে যত্নে সাথে , তুলিয়া রাখ মাথে ,
থাক সজাগ হয়ে বুকে।


(ইং-১৬-১২-২০১৭)