ন্যায় ধর্মে রাজনীতি ,ভরা প্রেম প্রীতি-
দেশহিতে যার উদয় ;
তবে কেন হায় , নিজ গণ্ডিতে রয় –
দেখা কেবলি স্বার্থময় !
নেতা হবে সেবার- কার্যতে তৎপর -
উদার মন হবে তার ;
আদর্শ পথে চল , ত্যাগী হবে অতল ,
এ ভাবনা কম নেতার !


রাজনীতিরূপ অস্ত্র , হাতে ধরে সর্বত্র -
শক্ততে, দেশের ভিত ;
অমূল্য এই সাধন , নিলে আদর-যতন ,
হবে সবে, মঙ্গল-হিত ।
বিবেচক নেতারা , কেন বা ভুলপথে তারা ,
কেন, অনীতি মান্য করে ?
অবুঝ মূর্খামি তালে , বৃদ্ধি যতো দলবলে-
সর্বনাশ নয় কী পরে ?


সৌভাগ্য করা রাজ , শ্রেষ্ঠ-মহান কাজ ,
পবিত্রতা রাখ বজায় !
এ নয় ছেলে খেলা ! জনতারে করা হেলা ,
খেল না, নিজ মজায় !
রাজনীতির সে ঘর , সমান-আপন পর ,
হ’লে এক নয়নে দেখা ;
ধরিত্রী গড়ে স্বর্গ, সমান হয় সর্ববর্গ ,
শুদ্ধবিচার হোক শেখা ।

(ইং-১৬-১২-২০১৭)
*-ভারতে আগামী ১৭-তম লোকসভার ভোট ১১ এপ্রিল২০১৯ থেকে শুরু যেন সুষ্ঠু-সফল হয় তার নির্বাচন প্রক্রিয়া । এই কামনা করি ।