পবন সে মুক্ত স্বাধীন ,অধরা -
তবু তারে পারা অপবিত্র করা ,
নদীর বেগ তরতাজা তীব্রগতি
করা যায় তারে অপরিমাণ ক্ষতি ।


মানুষের ক্ষতির তরে সে ঘুণ
বিতাড়িতে কাজে আসে না গুণ
অপসারণে মানব করে চেষ্টা -
পিছে হটে, উল্টে বাড়ে তেষ্টা !


পারে সবুজরে ঝাড়েমূলে সাবাড় ,
পারে না ঢাকিতে পাঁজরার হাড় !
মানুষ আর কী কী পারে ভাল মন্দ ?
জেতে নিজেদের সাথে করে দ্বন্দ্ব ।


(ইং-১৬-০১-২০১৯)