সৃষ্টির দেবতা প্রকৃতি, সে মহামতি
অন্তর ভরা অকৃপণ বাসনা, প্রীতি ,
ডালায় নৈবেদ্য সাজিয়ে পৃথিবী ,
দানে সে পূজারী, উজাড় করি সবি ।
প্রকৃতি-দত্ত-দান ,বন্টন দশহাতে ,
ঔজ্জ্বল্যে প্রতিভাত প্রতি প্রাতে ।
নির্মলে ধরণীর, সবে সজাগ হোক
দূরভিতে তায় নিছক তাপ-শোক ।


যুগধারা -বছর ঋতু, বারটি মাস -
প্রকৃতি রত সেবায়, তার প্রকাশ ।
হেরি জননীর সরলতা সম মিল ,
সহনে সর্বংসহা, অতি যে সুশীল ।
কত কদর্য কাজ বক্ষে বহন করে ,
যুগ-যুগ ক্ষত কত না সহ্যতে ধরে ।
রূপের ছটা-ঝর্না, পাখীর কলতান ,
সৃষ্টিতে, ধরিত্রী কভু চায় না মান !
ভীষণ মাত্র ভাবনা, চিত্ত উদাশ ,
বাঞ্ছা, কেহ না করে তারে সর্বনাশ ।


(ইং-০১-১১-২০১৮)