বিনা মেহনতে খুলিলে কপাল
অজ্ঞানী চষে, আকাশ পাতাল ,
কতোর অসতে হয় ভাগ্য জয় !
এ পথটি মানে সঠিক শুখময় ।


বেশী দূর চলে না এ মধুর গান -
সময়ে পরিস্থিতির হবেই ম্লান ,
কু-কর্মে জমে যতেক-গরল -
বাড়ে সমাজে অনাচার প্রবল ।


চাহিদাময় সংসার নানা ধরণ ,
আকাঙ্ক্ষিত মন, অসম্ভব পূরণ ।
চাইলে মেলে না একটু সুধা -
অগ্র পশ্চাৎ ঘন সংঘাত, বাধা।


স্বার্থ মোহমায়া, পাছ ছাড়ে না
নিয়ে চলে তারা গর্তে অজানা ,
শত্রু, প্রতিদ্বন্দ্বী মহড়া দেবেই -
ওরাও উদ্দণ্ড ! সুযোগ নেবেই ।


আঘাতের পর আঘাত সহে
ভূপতিত অগত্যা পড়া নুয়ে ।
ন্যায়ের পথ বন্ধুর, ঝঞ্ঝাময় ,
ধীরে ধীরে এ পথে উন্নতি হয় ।


(ইং-২৯-০৯-২০১৮)