অভাব সুহৃদ, দরকারে দেখা
সোজা হাঁটিলেও- বলে বাঁকা -
কারো দেখালে জ্যোতি-আলো ,
আঁতে আঘাত, বলবে না ভালো ।


কালের ভাবনায় জীবন চলে -
দহন জ্বালা পথেঘাটে মেলে -
কি করে নির্ভয় ? সামনে যম !
ব্যবস্থার অবদান, সুরাহা কম ।


আক্রোশিত জনরোষ-এ হাল ,
প্রেমভাষায়, পিঠে পড়ে তাল !
আছে কি উপায় তার সমাধান  ,
প্রার্থিভ মঙ্গলে বাঁচার প্রবিধান ?


(ইং-১১-০৮-২০১৯)