কুসংস্কারের চাপ, ঘোলাজলে বাস ,
পা রাখার জায়গা নেই ;
সমস্ত ভাণ্ড পূর্ণ, কানায় কানায়-
আমি যে, যেই সেই ।
খরবেগে আরো গৃহ দ্বারে আসে ,
হুশ নাই করা মানায় ;
সে সাপ,বিচ্ছু হলাহল ঢেলে চলে ,
অদেখা করি ভাবনায় ।


অশিক্ষায় ভুলি অতীত ইতিহাস ,
আলেয়া তারা মাতায় ;
কবিরাজ, বদ্যি তারা দেয় আশ্বাস ,
সে ঔষধ ধরে না গায় ।
আজ রং ফানুস, দিগন্তে উড়িয়ে ,
উজ্জ্বলে ভবিষ্যৎ দেখায় ।
ভুলভুলাইয়া- মনের অন্ধবিশ্বাসে ,
জোছনা আলোতে ভাসায় ।


একি ! কর্কট রোগ মানব কপালে ,
মুক্তি কী তার নাই ?
শিখেই চলেছি তা’, পাহাড় পরিমাণ
নিষ্কৃতি কোথা পাই !


(ইং-২২-০১-২০১৯