কি না উন্নতি ! চাকচিক্য চৌদিকেতে ভায় !
বাঁচায় কষ্ট ছেয়ে আছে অনেক রোগ ভয় !
অরি তারা অসি ঘুরায় ইচ্ছে মতো কাজে
গাড়ি-বাড়ি এসি-কুলারে বড়োরা খুব মজে ।


জীবনমূল্য ক্ষতবিক্ষত হিংসা দ্বেষে ভরা
বেকার জ্বালা কত সহে !যাচ্ছে 'মাঠে মারা' ।
ড্রাগ্স, মিলাবট ,কালোবাজারী চড়া বাজার ,
লুট, খোলাছুট, তার সংখ্যা হাজারে হাজার ।


তদারককারীদের ভাণ্ড ভরা ধনরত্নে অপার ,
কি কারণে ধন বাড়ে, জানার নেই দরকার ।
ঘটিবাটি বিক্রি রূপটি, দুঃখী ঘরের আভাস -
রিজার্ভ ধনের পড়লে টান, ভারী হয় বাতাস !


(ইং-২৮-০৮-২০১৯)
*-"মাঠে মারা" > নিষ্ফলা, অকাজের ,ক্ষতি ।
*-ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, “সারপ্লাস ফাণ্ড” থেকে কেন্দ্র সরকারকে
১.৭৬ লক্ষকোটি টাকা সাহায্য দেবে ।
*-স্রোত > “হিন্দী পত্রিকা”-২৭-০৮-২০১৯ , ভোপাল ।