ভাল ও মন্দ বিচারের মালিক
নিজ বিবেক-ই প্রকৃত প্রধান ,
শান্ত চিত্তে করিলে চিন্তন
কাজে মেলে অজস্র প্রমাণ ।


বিবেক শূন্য পশু তুল্য
তাকে নিয়ে করা তোলপাড় ,
মহামূর্খতা সময় অপচয়
সে বিবেক পরিণত হয় ভাঁড় ।


ঘরে বিচারক বিবেক বসে
তাই, বেঁচে আজ সংসার ,
কোটকাছারী- বিচারালয়
তারা মাধ্যম মাত্র সান্ত্বনার ।


বিবেকের বিচার শ্রেষ্ঠ উত্তম
শত-প্রতিশত শুদ্ধমান ,
গ্রহণ করিও তা’ পবিত্র মনে
শুদ্ধ-আত্মার বরদান ।


(১৫-১২-২০২০)