ধরণীর শুভোদয় অকস্মাৎ নয় ,
তার উদয়ে পার করে, কত প্রলয় ।
সামান্য ব্যক্তি বিশেষে নয় অঘটন ,
নয় ধরিত্রীর তা’ নিয়ে দ্বিধা চিন্তন ।


সহ্যতে ধরণী জঠর জ্বালা কাজে ,
অবিচার অনাচার কষ্টকর বাজে ।
কত অর্বুদ ঝঞ্ঝাট ভার বহনে গতি ,
সবার প্রতি দানিছে মাতৃসমা প্রীতি ।


বিবেক শূন্য অকর্মন্য জীবকুল ধন্য
মসীঘন মনঃপ্রাণ, সুবোধে অন্য ।
সবে ইঁদুরসম সহস্র তীক্ষ্ণ দাঁতে -
অহরহ কর্ম ব্যস্ত দিন আর রাতে ।


বুদ্ধি-বিদ্যা মাত্র রূপক- অকাজের ,
অহিতে অস্ত্রে শান, ক্ষতি নিজের ।
করছি জড়ে গর্ত- খোকলার তরে ,
ইঁদুর মত কর্মকাণ্ড জীবনটা ভরে ।


(ইং-২৭-১২-২০১৮)