শাসনের সূক্ষ্মমতি যাঁরা করেছেন রপ্ত
খায় না ঠাণ্ডা, পাতে পায় গরম-তত্তো ।
নামের জন্য বিজ্ঞাপন তৎপর
রয় শিরোনামে তাঁর গুণের খবর ।
ঘিরে থাকে সাকরেদ আর চামচা
গোঁজামিলে সারেন রোজনামচা ।


এমন অভিনয়, তুলে ধরে পাহাড় -
দেশে কমতি নেই খাদ্য-আহার ।
ক্ষুধা তরে বৃথা করা তাপ-শোক
বাণীতে থাক শান্ত, নয় অভিযোগ ।
কাদের জন্য এ ব্যবস্থা মান্য
কাদের আড়তে যায় ধন-ধান্য ?


ভোটের সময় জনতা জনার্দন-
নেতা করে ভোটারের পাদ-পূজন ,
খাবার চাইলে দেখায় লাঠি ,
প্রভুরা বলেন, তাঁরাই খাঁটি ।


(ইং-০২-০৫-২০২০)
-  “……কর্তারা খাই কোর্মা আর চাকর তা এঁটো পরিষ্কার করে...কি তারতম্য...হারাবে একদিন ভারসাম্য…।
(ইং-০২-০৫-২০২০), আমার কাব্যে, “চুনোপুঁটির হাল-(ব্যঙ্গ)”---সেখানে “শ্রীমতী শম্পা ঘোষের” সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হয়ে, আমার এ কাব্য রচনা , আজ সম্মানীয় কবির নামে কাব্যটি উৎসর্গ করলাম ।